মোশারফ হোসেন, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৫ আগস্ট বিকেল ৫টায় নাকাপা বাজারস্থ পাতাছড়া ইউনিয়ন আওয়ামী এর কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুর আলম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য শেরেআলী ভূইয়া , জেলা আওয়ামী লীগের সদস্য মো:বেলাযেত হোসেন বেলাল।
আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সহ পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গনি, সহ-সভাপতি মমতাজ আলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তারিকুল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।