বরিশালের চাঁদপুরায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন : ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসি

বরিশাল প্রতিনিধি >>>
বরিশালের সদর উপজেলার ৮ নং চাদপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সেকেন্দার সিকদারের বাড়ির পাশে আত্মঘাতী ড্রেজার দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে, চরম আতঙ্কে এলাকাবাসী।

স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের মজিদ হাওলাদার বাড়ি বাস স্ট্যান্ড এর একটি ধানি জমি থেকে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় অসাধু ব্যবসায়ী জসিম মোল্লা আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বাজারের একটি মসজিদের সামনের গভীর জমি ভরাট সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বালু ভরাটের কার্যক্রম চালাচ্ছে।

জানা যায়, ওই এলাকার প্রভাবশালী জসিম মোল্লা ক্ষমতার দাপটে প্রশাসনকে ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। একারণে ইউনিয়নের নির্মিত রাস্তার বিভিন্ন স্থানে ডেবে যায় এবং ফাটল ধরেছে ও আশে পাশের কয়েকটি বসতবাড়ীতেও ফাটল ধরেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে পুরো এলাকায় ডেবে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয় মো. সেকেন্দার আলী হাওলাদার নামের একজন বাসিন্দা এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার মেলেনি।

এদিকে খবর পেয়ে বরিশাল সদর এর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাচান সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান কে ঘটনাস্থলে পাঠালেও অবৈধ মেশিনটি জব্দ অথবা ধ্বংস করতে পারেনি কতৃপক্ষ। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাচান জানান ‘ অবৈধভাবে চলা এ ড্রেজারটি জব্দ বা ধ্বংস করা হবে আগামীকাল । কোনভাবেই ছাড় দেয়ার প্রশ্নই ওঠেনা। ‘
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *