টেকনাফে প্রদীপের পদায়ন নিয়ে ওসি হুমায়ুনের বিষ্ফোরক মন্তব্য ফেসবুকে ভাইরাল

বাংলারদর্পন :
কক্সবাজার এর টেকনাফ থানায় ওসি প্রদীপ দাসের পদায়ন নিয়ে ফেনীর সোনাগাজী ও ফুলগাজীর সাবেক ওসি হুমায়ুন কবির তার ফেসবুক স্ট্যটাসে বিষ্ফোরক মন্তব্য করেছেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিচে তা তুলে ধরা হলো।
পুলিশ বাহীনির নিজের স্বার্থে এ সবের উত্তর জানা দরকার–
১৬ অক্টোবর,২০১৮ তারিখে ফেনীর ফুলগাজী থানার ওসির (হুমায়ুন কবির) দায়িত্বে থাকা এক অফিসার অব্যহতি চেয়ে অন্য যে কোন জেলায় বদলীর প্রার্থনা করে বর্তমান ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম বরাবর দাখিলকৃত আবেদন পেয়ে স্যার সরাসরি ঐ অফিসারকে ফোন করে জানতে চান–কোন কোন পুলিশ সুপারের অধীনে তিনি ওসি’র দায়িত্ব পালন করেছেন?

৪ জন পুলিশ সুপারের নাম বললে ডিআইজি মহোদয় সকলের সাথে কথা বলেন, একই সময়ে কক্সবাজারের পুলিশ সুপারের সাথেও। আলোচনার পর পদায়ন করে টেকনাফ থানার উদ্দেশ্যে কক্সবাজার বদলীর আদেশ করেন ডিআইজি মহোদয়। যেদিন সন্ধ্যায় বদলীর আদেশটি করেন, ঠিক সেদিন সন্ধ্যায় বর্তমান এসপি (মাসুদ হোসেন) কক্সবাজার প্রদীপ দাসকে মহেশখালী থেকে টেকনাফে বদলীর আদেশ পাঠানোর আগেই রাতারাতি টেকনাফ থানায় যোগদান করান।

পরদিন যাচাই করে বদলী করা অফিসারটি (হুমায়ুন) কক্সবাজারে যোগদান করে এসপি’র কাছ থেকে যা যা আচরণ পেয়েছিলেন তা সে প্রত্যাশা করেনি কখনো।

উর্ধ্বতনে নালিশ করেও সুফল আসেনি বরং তার চোখের সামনে নেমে এসেছিল অমানিশার অন্ধকার। কক্সবাজারের পরবর্তী দিনগুলো কাটাতে হয়েছিল তাকে অমানসিক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে। অবশেষে মুক্তি মেলে রেঞ্জ অফিসের ছোট্ট একটি বদলীর মধ্য দিয়ে। তবে মনটা ভেঙ্গে গেছে তার। চাকুরী করার মানসিকতাও পুরোপুরি সঞ্চয় করতে কষ্ট হচ্ছে ঐ অফিসারের।
জানা দরকার :
★ ২২ মাস আগে টেকনাফ থানায় ওসি হিসেবে কার যোগদান করার কথা ছিল ?

★ কাদের আশির্বাদে প্রদীপ দাস রাতারাতি নাটকীয়ভাবে মহেশখালী হতে টেকনাফে যোগদান করেন ?

★ তার (প্রদীপ) চাকুরীর খতিয়ান কার অজানা আছে ?

★ এসআই থেকে ইন্সপেক্টর পর্যন্ত প্রদীপ দাস কতবার কক্সবাজারে ?

★ শুধু কক্সবাজার-সিএমপি-কক্সবাজার কেন হবে তার (প্রদীপের) চাকুরীর ক্ষেত্র?

★ কক্সবাজার ও সিএমপিতে এক প্রদীপ দাস কতবার ডুবিয়েছে বাংলাদেশ পুলিশের ইমেজকে ?

★ সাধারন জনগন প্রদীপের বিষয়ে) যা জানেন তা কি তার উর্ধ্বতন কর্তৃপক্ষের অজানা ছিল?

এ বাহিনীর স্বার্থে বাহিনীকেই জানতে হবে এসব প্রশ্নের উত্তর ।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *