সুবর্ণচরে কৃষক হত্যা মামলায় ৩জনকে কারাগারে প্রেরণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নানকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাইবাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন।

তিনি বলেন, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রকাশ ফজলু মুহুরিকে (৪৫) প্রধান আসামি ও তার মামা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাহার মেম্বারকে দ্বিতীয় আসামি করে বৃহস্পতিবার রাতের দিকে নিহতের ভাই সফিকুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে বয়স্ক ভাতার ঘুষ নিয়ে দ্বন্দ্বের জের ধরে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চনবাজারে এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *