প্রতিবেদকঃ
মেজর সিনহার হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করতে কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের সামনে সিনহা হত্যাকাণ্ড নিয়ে ব্রিফিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সাথে আছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বুধবার (৫ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে একটি বিশেষ হেলিকপ্টারে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারে পৌঁছেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি ড. বেনজীর আহমেদ।
সেনাপ্রধান বলেন, মেজর (অব.) সিনহা হত্যার দায় ব্যক্তির, কোন বাহিনীর নয়। এসময় বক্তব্যে আইজিপি বলেন কোন উস্কানিতে দুই বাহিনীর সম্পর্ক নষ্ট হবে না।
বাংলারদর্পন