ফেনীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি :প্রকাশ- ১৯ নভেম্বর১৬।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে ফেনী জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের (এসএসকে) সমবায় মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
বক্তারা অভিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ মিথ্যা মামলায় কারাগারে আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবি জানান।
Related News

ফেনীর স্টার লাইন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ
ফেনী : ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগতRead More

অবশেষে কারাগারে সোনাগাজীর যুবলীগ নেতা ফরহাদ ও ইফতেখার | বাংলার দর্পণ
ফেনী প্রতিনিধি : সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলাRead More