মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইতালি :.
ইতালি ভেনিসে বৃহত্তর চট্টগ্রাম বাসীর মিলন মেলা এবং আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।
গত ২৯ শে জুলাই ২০২০ ইং রোজ বুধবার বিশ্বের অন্যতম পর্য়টন নগরী ইটালির ভেনিসের মেস্ট্রে সানজুলিয়ান পার্কে ভেনিস প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বাসীর মিলন মেলা এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলন মেলা এবং সাধারণ সভায় চট্টগ্রামের কৃতি সন্তান জামাল নাসের বাবুল সভাপতিত্বে পরিচালনা করেন নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি রোম থেকে আগত আমাদের চট্টগ্রামে সন্তান বঙ্গবন্ধু পরিষদ ইতালি এর সভাপতি মোহাম্মদ নূরুল কবির।
সভায় উপস্থিত সকল বৃহত্তর চট্টগ্রাম বাসীর মতামতের ভিত্তিতে সভায় সর্বসসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট আহবায়ক মনোনীত হয়।
জামাল নাসের বাবুল আহবায়ক ও মোহাম্মদ মোশাররফ হোসেন সদস্য সচিব মনোনীত হন।
যুগ্ম আহবায়ক হলেন-
নজরুল ইসলাম, কফিল উদ্দিন, সির উদ্দিন, কাজল বরুয়া, সফিকুল আলম
ইসমাইল হোসেন( সুমন), জাহাঙ্গীর আলম, তসলিম উদ্দিন, মিজান খান।
সদস্য হলেন –
আবছার হোসাইন, শাহাজাহান শেখ, জয়নাল আবেদীন, আশিষ বরুয়া, আনোয়ার হোসেন, বাদল কান্তি, ডালিম বড়ুয়া।
আহবায়ক কমিটির সম্মানিত সাধারণ সদস্যগনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাশকৃত প্রস্তাবে বলা হয় :
১. ১/০৮/২০২০ থেকে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ভেনিস এর সব কার্যকলাপ কার্যকর হবে।
২. উক্ত আহবায়ক কমিটি সঠিক ও সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আগামী ৩ মাসের মধ্যে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সততা ও নিষ্ঠার সহিত কাজ করে যাবে।
৩. দৃঢ়চিত্তে ঘোষণা করা হয় যে বৃহত্তর চট্টগ্রাম সমিতি ভেনিস সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বাংলারদর্পন