সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ আটক ১ | বাংলারদর্পণ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ মো. রাসেল (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

আটককৃত, মাদক ব্যবসায়ী সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাদির চৌধুরী বাড়ির মো. শফিক উল্লার ছেলে।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। এ

ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
গিয়াস উদ্দিন রনি
মু.০১৬৭৬-৬৯৮৬২৬, নোয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *