২০৪০ সালের মধ্যে জলসঙ্কটে মৃত্যু হবে ৬০ কোটি শিশুর: ইউনিসেফ

বাংলার দর্পন ডেস্ক:-

জল সঙ্কটের কারণে ২০৪০ সালের মধ্যে মৃত্যুর মুখে পড়তে চলেছে ৬০ কোটি শিশু। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনই ভয়ংকর তথ্য তুলে ধরল UNICEF। রাষ্ট্রপুঞ্জের এই শাখা বিশ্ববাসীকে সতর্ক করে বলেছে, বিশ্ব উষ্ণায়নের কারণে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রতি ৪ জনের মধ্যে একজন শিশুকে এমন জায়গায় জীবনধারণ করতে হবে, যেখানে জলের যোগান থাকবে না বললেই চলে।
বুধবার বিশ্ব জল দিবসে তাদের নয়া সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে ইউনিসেফ। ‘থার্স্টিং ফর এ ফিউচার: ওয়াটার অ্যান্ড চিলড্রেন ইন এ চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক ওই রিপোর্টে জানানো হয়, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দু দশকের মধ্যে জলসঙ্কটের কারণে মৃত্যুর মুখে পড়তে চলেছে প্রায় ৬০ কোটি শিশু। গরিব ও পিছিয়ে পড়া শিশুদের উপরই সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়তে চলেছে।
খরার কারণে জলসঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে ইথিয়োপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনে। ইউনিসেফের আশঙ্কা চলতি বছরে শুধুমাত্র ইথিয়োপিয়াতেই পরিশ্রুত পানীয় জল পাবেন না ৯০ লক্ষ মানুষ। দক্ষিণ সুদান, নাইজেরিয়া, সোমালিয়া ও ইয়েমেনে প্রবল অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকি রয়েছে ১৪ লক্ষ শিশুর।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানানো হয়েছে, সারা পৃথিবীতে ৩৬টি দেশে ভূগর্ভস্থ জলস্তর অনেকটা কমে গিয়েছে। উষ্ণ তাপমাত্রা, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, বন্যার আধিক্য, খরা, হিমশৈল গলে যাওয়া ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *