ফেনী প্রতিনিধি :
ফেনী’ জেলা আওয়ামী লীগের পরবর্তি সভাপতি হচ্ছেন এডভোকেট হাফিজ আহমেদ।
তিনি ফেনী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ফেনী’ জর্জকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
জানা যায়, সর্বশেষ ২০১৯ সালের ২৬ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলনে আবদুর রহমান বিকমকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন এডভোকেট আকরামুজ্জামান। সাধারন সম্পাদক- নির্বাচিত হন নিজাম উদ্দিন হাজারী এমপি।

উক্ত সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন এডভোকেট হাফিজ আহমেদ। সম্মেলনের দিন কেন্দ্রিয় নেতাদের অনুরোধে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
জেলা আওয়ামী লীগের একাধিক সুত্র- মতে উক্ত কমিটিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে এডভোকেট হাফিজ আহমেদকে। তবে উক্ত কমিটি এখনো অনুমোদন দেয়নি কেন্দ্রিয় আওয়ামীলীগ।
গত ২৮ জুন মৃত্যবরন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জামান। এতে দলের এই পদটি শুন্য হয়।
জেলা আওয়ামীলীগের ওই সুত্র বাংলারদর্পনকে নিশ্চিত করেছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি মনোনীত করা হলে অবশ্যই এডভোকেট হাফিজ আহমেদ হতে পারেন ফেনী জেলা অাওয়ামীলীগের পরবর্তি সভাপতি। তিনি ফেনী’ শহরতলির রামপুরের বাসিন্দা।
এছাড়াও আলোচনায় অাছেন ফেনী’ জর্জকোর্টের জিপি ও সাবেক সহ সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
তবে এখনো এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও ফেনী’ জেলা আওয়ামীলীগের কোন পদক্ষেপ নেয়নি। #এসএমএ, বাংলারদর্পন।