হাবিব সরোয়ার আজাদ,,তাহিরপুর :
ইয়াবা গাঁজা চোরাই মোটরসাইকেল সহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে নুর মিয়া নামে এক মাদক চোরাকাবারীকে আটক করেছে
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
রবিবার মামলা দায়ের পূর্বক তাকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক নুর মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের
সীমান্তগ্রাম মাছিমপুরের মৃত চাঁন মিয়ার ছেলে।,সোমবার সকালে সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে সীমান্ত গ্রাম পশ্চিম মাছিমপুর এলাকা
হতে সীমান্তের চিহ্নিত মাদক চোরাকারবারীকে নুর মিয়াকে আটক করেন।
এরপর তার হেফাজত হতে বিজিবি টহলদল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, আড়াই কেজি ভারতীয় গাঁজা, ভারতীয় একটি প্লাটিনা ১০০ সিসি
চোরাই মোটরসাইকেল জব্দ করেন।