সোনাগাজী প্রতিনিধি: “নদ- নদী খালে বিলে দুষণ চলে যদি – জনগনের দুঃখ তাতে বাড়ে নিরবধি ” শ্লোগানে ফেনীর সোনাগাজীতে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা উপজেলা প্রশাসনের অায়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে পানি দিবসের সচেতনতা বৃদ্ধিতে উপজেলা চত্বর থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে শেষ হয়।