ফেনী’ প্রতিনিধি :
ফেনীর কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক দৈনিক আজকের সুর্যোদয় সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা)’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।
আজ সোমবার (২৯ জুন) বিকালে এক শোকবার্তায় জেলার এ কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আজ ২৯ জুন বিকেল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যবরন করেন। তিনি চট্রগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম,ঢাকার সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক- ছিলেন। – বাংলারদর্পন