নোয়াখালীতে আরো ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে করোনা ভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে কবিরহাট থানার অফিসার ইনচার্জসহ ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -২০৪৮ জন, মৃত্যু-৪৩ জন ও সুস্থ হয়েছেন ৮৬২ জন।

সোমবার (২৯ জুন) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, গত ২৬ ও ২৭ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৮ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১১০৯ জন।

করোনার ভাইরাসের সংক্রমণও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২য় দফায় লকডাউন চলছে। ঢিলেঢালা লকডাউনের কারণে করোনা সংক্রমণে ঝুঁকি বাড়ছে কোম্পানীগঞ্জ উপজেলায়। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *