কুড়িগ্রাম পৌর মিলনায়তন ভেঙ্গে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ঐতিহ্যবাহী পৌর মিলনায়তন ভেঙ্গে ফেলে মার্কেট নির্মাণের প্রতিবাদে বুধবার (১৭জুন) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন্টাব্যপি প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

উক্ত প্রতিবাদী এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম, কবি জ্যোতি আহমদ, সোলায়মান বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভ্যেমিক, ঘাতক দালাল নির্মুল কমিটির দুলাল বোস, নাগরিক সমাজের সভাপতি শাহানুর রহমান,সাংস্কৃতিক কর্মী সুব্রতা রায়, কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীর প্রমূখ।

বক্তারা কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল পুরাতন শহরের ঐতিহ্য রক্ষা করতে ঐতিহ্যবাহী পৌর মিলনায়তনটি আধুনিকায়ন করে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করবেন বলে বিশ্বাস রাখেন। তা নাহলে পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন। – বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *