কুড়িগ্রাম প্রতিনিধি :
সানু হত্যা কান্ড’র মূল আসামি মোঃ আব্দুল হাই ওরফে ঝুনু (৬০) (মৃত সানু’র পিতা) কে গতরাতে রাজারহাট থানা পুলিশ কর্তৃক দীর্ঘ ৩০ ঘন্টার অভিযান শেষে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আলোচিত এই হত্যাকাল্ডের আসামী গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার থানায় যোগদানের পরপরই তৎপর ছিলেন।
তারই ধারাবাহিকতায় আসামীকে গ্রেফতার করা হল।গোপনসূত্রের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ প্রশাসন জানতে পারে রাজারহাটের সানু হত্যা মামলার প্রধান আসামী ঝুনু ঢাকা গাজীপুরে অবস্থান করতেছে।
সেই সুত্রধরে রাজারহাট থানার পুলিশ ওখানে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।খবরের সত্যতা নিশ্চিত করেন ডি এস বি মাসুদ রানা, রাজারহাট থানা,কুড়িগ্রাম। বাংলারদর্পন