ফার্নেস বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু, দু’জনের অবস্থা আশংকাজনক

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের সোনাপাহাড়ে বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় লোহার গলিত সীসায় দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬
জুন) মধ্যরাতে মারাত্বক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার
পথে মারা যান দুজন। অন্যজন চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শনিবার বিকেলে বিএসআরএম কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হল মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আবুল কাশেম (৫০), ফেনী জেলার ছনুয়া বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৩৫), ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সেকান্দরপাড় গ্রামের নুর নবীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। আহতরা হলেন মহি উদ্দিন ও নুর হোসেন। তারা ঢাকা মেডিকেলের বার্র্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদেরও শারীরিক অবস্থা আশংকাজনক।
প্রতিষ্ঠানের এ্যাসিষ্টেন্ট ম্যানেজার (পিআর) ওমর শোয়াইব জানান, বিএসআরএম প্লান্টে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত ৪ জন শ্রমিককে
চমেক থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে শনিবার মধ্যরাতে কুমিল্লা পর্যন্ত পৌঁছালে নজরুল ইসলাম এবং গিয়াস উদ্দিন মারা যায়। এর আগে মারা যায় আবুল কাশেম। আহত আরো ২ শ্রমিক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে

চিকিৎসাধীন। আহতদের মধ্যে সিকান্দারকে প্রয়োজনীয় চিকিৎসার
পর হাসপাতাল থেকে বাসায় পরিচর্যায় থাকার নির্দেশ দেওয়া হয় এবং
অন্যান্যদের হতাহতের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল
কলেজ বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। পরবর্তীতে নজরুল ইসলাম
এবং গিয়াস উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
অপ্রত্যাশিত এই পরিস্থিতি ও দুর্ঘটনার কারণ উদঘাটন করতে একটি
তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিএসআরএম কতৃপক্ষ এটি পুরো
বিএসআরএম পরিবারের জন্য দুঃখের দিন জানিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের
প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে এবং হতাহতদের প্রয়োজনীয়
সহায়তার প্রতিশ্রæতি জানিয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া
বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল ছুটে যাই। তখন জানতে
পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য
পাঠিয়েছেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *