নেত্রকোনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি-

নেত্রকোনার পূর্বধলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম আলআমিন (১৬) বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার জারিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে একটি পুকুরের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়
নিহত আল আমিন উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। সে পূর্বধলা সদরের ইকরা কারিগরি স্কুলে দশম শ্রেণিতে পড়ত।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব আলআমিনের পরিবারের বরাত দিয়ে জানান, আল আমিন পূর্বধলা সদরের ইকরা এলাকায় নিজেদের বাসায় থেকে স্কুলে লেখাপড়া করত। মাঝে মাঝে গ্রামের বাড়ি জারিয়ায় যেত।গতকাল বাড়ি যাওয়ার পর বেলা ১টার দিকে স্থানীয়রা পুকুরপাড়ে আল আমিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, সুরতহাল করার সময় লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি।লাশের পাশে একটি খালি কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আল আমিন আত্মহত্যা করেছে।
ধানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *