আসুন সোনাগাজীর জমি রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই

যারা মা এবং মাটি কে সম্মান করতে পারে না তারা জাতীয় মীরজাফর , রাষ্ট্রদ্রোহী ,তাদের সংখ্যা কম হলেও মনে রাখতে হবে এরা সমাজ জাতির বিষফোঁড়া ক্যান্সার। তারা স্বার্থের জন্য তাদের মাকেও  বিক্রি করে দিতে পারে।

 

আমাদের সোনাগাজীর এলাকার মধ্যে একটি আকর্ষণীয় ঐতিহ্যবাহী স্থান হল সোনাগাজী মুহুরী প্রজেক্ট এলাকা । আমাদের আকর্ষনীয় এই স্থানটিকে হরণ করার জন্য শকুনের দৃষ্টিতে চেয়ে থাকে চট্টগ্রাম মিরসরাই এর কিছু লুটেরার দল। যুগ যুগ ধরে শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে আমাদের সোনাগাজীর কিছু কৃতি সন্তানদের কাছে। আমি কৃতজ্ঞতার শহীদ স্মরণ করছি ওই সকল কৃতি সন্তানদের যাদের মেধা পরিশ্রম দিয়ে সুরক্ষা করেছেন আমাদের প্রাণপ্রিয় এই জলাভূমি ও আবাসভূমি কে। তাহাদের প্রচেষ্টায় সক্ষম হয়েছে বাঁকা নদী সোজা করা।

 

আজ ২০২০ সালে এসে আবারো শরণাপন্ন হচ্ছি  ওই সকল কৃতি সন্তানদের, যাদের কাছে সুরক্ষিত আমাদের প্রিয় এই সোনাগাজী।

ইদানীং  বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে সোনাগাজীর কিছু  মীরজাফর ,স্বার্থপর  তারা নিজেরা জোরপূর্বক এবং প্রতারণার মাধ্যমে কিছু ভূমি দখল করে  কিছু অংশ দিয়ে দিচ্ছেন চট্টগ্রাম মিরসরাই এর লোকদের হাতে ।

 

আমি উদাত্ত চিত্তে আহ্বান করছি ,প্রাণপ্রিয় সোনাগাজীর কৃতি সন্তানদের । আসুন আমরা রুখে দেই এই কালো হাত গুলো । আমাদের সোনাগাজীতে পরিচয়হীন  লাওয়ারিশ রাষ্ট্রদ্রোহীদের স্থান নেই।

 

বাংলার ভূখন্ডের এই ছোট্ট একটি এলাকা থেকে সমগ্র বাংলাদেশকে জানিয়ে দিই ,আমরা সোনাগাজী বাসী আমরা একতা। আমরা সাধারণ  মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলি । আমরা দেশপ্রেমী। আমরাই সোনাগাজীয়ান।

গোলাম ফারুক, যুক্তরাজ্য  থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *