বন্দুকযুদ্ধে আসামী নিহতের বিষয়ে চকরিয়া থানার ওসির বক্তব্য

প্রতিবেদকঃ

আওয়ামীলীগ নেতা নুর আলম (৭২) কে >বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামী আনচুর আলী বন্দুকযুদ্ধে  নিহত হওয়ার খবর অনলাইন গনমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হয়।

তবে প্রকাশিত সংবাদে তথ্যসূত্র হিসেবে সকলে দৈনিক ইনকিলাব উল্লেখ করলেও ইনকিলাব দুঘন্টা পর নিউজ পোর্টাল থেকে উক্ত সংবাদটি সরিয়ে নেয়।

এ বিষয়ে চরকিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান গনমাধ্যমকে জানান,>ভিডিও ফুটেজ শনাক্ত করে গতকাল রাতব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযানকালে সন্ধিগ্ধ ৩জনকে গ্রেফতার করেছে।পুলিশের একাধিক টীমের এ অভিযান পরিচালনা করেন । ঘটনার মুলহোতা আনছুর আলম ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ।গ্রেফতারকৃতরা হল; ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামের বদিউল আলমের পুত্র মোঃ ফারুক (১৯), নিজাম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৩) ও বদরখালী ১নং ওয়ার্ডের মীর আফজলের পুত্র মোঃ কায়ছার (১৮)। তাদেরকে বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো জানান,  মুলহোতা আনছুর আলম ও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। বন্দুকযুদ্ধের ব্যাপারে  গনমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয়। বাংলারদর্পন।

ছবিতে লাঞ্চিত আওয়ামীলীগ নেতা নুুরআলম ও হামলাকারী আনচুর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *