প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়া এলাকার বয়োবৃদ্ধ আওয়ামীলীগ নেতা নুরুল আলম (৭২) কে নির্যাতনের মুল হোতা বহিষ্কৃত যুবলীগ নেতা আনচুর আলী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বুধবার মধ্যরাতে ঢেমুশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চলাকালে পুলিশের সাথে গোলাগুলিতে সে নিহত হয়।
তবে চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান জানান,আনচুর আলী বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। ওসি বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল; ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া গ্রামের বদিউল আলমের পুত্র মোঃ ফারুক (১৯), নিজাম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৩) ও বদরখালী ১নং ওয়ার্ডের মীর আফজলের পুত্র মোঃ কায়ছার (১৮)।
উল্লেখ্য,গত ২৪ এপ্রিল বিকালে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানো হয়। ওই ঘটনায় বৃদ্ধের ছেলে আশরাফ হোসাইন ৩১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিলেও তদন্তে সীমাবদ্ধ রয়ে গেছে অভিযোগটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়ছড়ে বসে পুলিশ। ভিডিও- দেখে দ্রুত ব্যাবস্থা নেয়ার অাশ্বাস দিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। একই সময় ওই বৃদ্ধকে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়। আর কয়েকজন যুবক তা মোবাইলের ক্যামরায় ধারণ কর। তবে এসময় কেউ ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে যায়নি কেউ। সুত্র – দৈনিক ইনকিলাব।