সাবেক হুইপ মাহবুবুল আলম তারা মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী | বাংলারদর্পন

ফেনী’ প্রতিনিধি :

জাতীয় সংসদের সাবেক হুইপ, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য  মাহবুবুল আলম তারা মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯১ এর নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০১৪ সালের ২জুন তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান। তাঁর গ্রামের বাড়ী ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মধ্যম ফরহাদনগর গ্রামের মুন্সি বাড়ী।

মাহবুবুল আলম তারা এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। জীবনদশায় তিনি বহু স্কুল, কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্যাকেজিং শিল্পের তিনি পথিকৃৎ ছিলেন। অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন।  বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *