নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক দূর্যোগ করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মাঝে ঘরে ঘরে পৌছে যাচ্ছে সরকারী ত্রান, পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন এবং দেশপ্রেমিক ব্যাক্তিরাও এই দূর্যোগে মানুষদের পাশে এসে দাড়াচ্ছেন | তারই ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এ অধ্যয়নরত তিন ছাত্রলীগ নেতা তাদের নিজস্ব অঞ্চলে উপহার নিয়ে হাত বাড়িয়েছেন অসহায় ও দুস্থ মানুষের দৌড়গোডায় |
তারা হলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সদ্য পাশকৃত ছাত্রলীগ নেতা মাহমুদুল আলম প্রাইম, আইন বিভাগে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা তারেক শুভ, পুরকৌশল বিভাগে অধ্যায়নরত ছাত্রলীগ নেতা ওমর সুলতান হৃদয়| 
করোনা মহামারীর একেবারে প্রথম থেকেই মাঠপর্যায়ে সচেতনতাসহ, উপহার সামগ্রী নিয়ে সাধারন মানুষের পাশে আছেন তারা | জানা যায় ছাত্রলীগ নেতা মাহমুদুল আলম প্রাইম তার নিজের এলাকা কুষ্টিয়ার ভেড়ামারায়, ছাত্রলীগ নেতা তারেক ইসলাম শুভ কিশোরঞ্জে এবং ছাত্রলীগ নেতা ওমর সুলতান হৃদয় ফেনী জেলার সোনাগাজীর বিভিন্ন স্থানে সাধারন মানুষের পাশে উপহার সামগ্রী নিয়ে পাশে থাকছেন | বাংলারদর্পন