সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর অতি পরিচিতি ছাকলাদার মার্কেটের ‘রিগ্যান ফ্যাশন গ্যালারী অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই রাতে দোকানের ভেতর থেকে ধোঁয়া আসতে দেখে বাজারের এক আনসার সদস্য দমকলবাহিনীকে খবর দেয়। রাত দুইটায় দমকলবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দোকানের সকল মালামাল ও অাসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দমকলবাহিনীর সদস্যরা জানায়, দোকানের এসি থেকে আগুনের সুত্রপাত হয়।
রিগ্যান ফ্যাশনের স্বত্বাধিকারী আকবর হোসেন রিগ্যান জানান, মধ্যরাতে দোকানে অগ্নিকান্ডের খবর শুনে আসার আগেই পুরো দোকানের সব মালামাল ও অাসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলারদর্পন