জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
ফুলগাজী উপজেলায় বন্যাকবলিত এলাকা সদর ইউনিয়নের ১নং মন্তলা, ২নং দঃ সোনাপুর দরবারপুর ইউনিয়নের পুর্ব দরবারপুর গ্রামে আজ বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের বন্যাকবলিত দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার কিসিন্জার চাকমা।
ত্রাণ বিতরনে এ ৩টি গ্রামের ১৭ জন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মাঝে ৫ কজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন, মোমবাতি বিতরন করা হয়।