সোনাগাজীতে অাম্পানে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা ও ঘর সংস্কার করে দিয়েছে সেনাবাহিনী

বাংলার দর্পন >>>>
ফেনীর সোনাগাজীতে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি ঘর মেরামত ও দেড়শ দুস্থ, অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ পূর্ব চর চান্দিয়ার জেলেপাড়া ও আদর্শগ্রাম এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত করা হয়।

সেনাবাহিনীর টহল দলের প্রধান ক্যাপ্টেন নাজমুস শাহাদাতের নেতৃত্বে ৩০ জন সেনাসদস্য কার্যক্রমে অংশ নেন। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকালে পৌরশহরের জিরোপয়েন্ট এলাকায় জীবানুনাশক ভ্রাম্যমান বুথ স্থাপন করা হয়।

সেনাবাহিনীর ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপজেলার জেলেপাড়া ও আদর্শগ্রাম এলাকায় কিছু ক্ষতিগ্রস্থ ঘর সেনা সদস্যরা মেরামত করে দিয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় দুস্থ ও অসহায় ১শ ৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, চিনি, লবণ, সেমাই, আটা ও চিড়াসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে ফেনী শহরের গাজী ক্রস রোড এলাকার অচিনতলা শেহাবিয়া মাদরাসা ও এতিমখানায় ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *