রাসুল (সা.) এর ইজ্জত, মর্যাদা ও সন্মান আল্লাহ তা’আলা নিশ্চিত করেছেন

অানোয়ার হোসেন :

 

তামাম আলমের জন্য অশেষ নেয়ামত, রহমাতাল্লিল আলামিন, দো’জাহানের বাদশা, হাশরের ময়দানে একমাত্র সুপারিশকারী, যার উপর আল্লাহ পাক ও তাঁর ফেরেস্তাগন হর হামেশা দরুদ ও সালাম প্রেরন করেন, হায়াতুন্নবী রাসুল পাক (সা.) এর রওজা মোবারকের ব্যতিক্রমধর্মী দৃশ্য এটি । ছবিতে রওজা মোবারকের সূউচ্চ মিনার এবং গম্ভুজ দেখা যাচ্ছে । রাসুল পাক (সা.) পবিত্র দেহ মোবারকের উপরে গম্ভুজ অবস্থিত । এক হাজী সাহেব দূর থেকে রওজা মোবারকের দৃশ্য ক্যামেরাবন্দী করেন । হাজী সাহেবদের চলাচল পথে স্বচ্ছ সাদা টাইলস্ লাগানো হয়েছে ।

 

আশ্চর্যে  বিষয় হচ্ছে, ছবিতে সাদা টাইলস্ ভেদ করে মিনারের দৃশ্য দেখা গেলেও (গোলাকার চিহৃ) গম্ভুজের দৃশ্য দেখা যাচ্ছেনা । অর্থাৎ চলাচল পথে গম্ভুজের ছায়ার উপর দিয়ে চলাচল যেন না হয় সে জন্য মহান আল্লাহর অশেষ কুদরতে মিনারের ছায়া দেখা গেলেও গম্ভুজের ছায়া নেই । এটা ফটোশপ কিংবা অন্য কোন কেরামতি নয় বরং স্বয়ং মহান আল্লাহ তা’আলার অশেষ কুদরতের প্রতিফলন । দুনিয়াতে কোন জাদুকর কিংবা বিজ্ঞানী আছে যে, এমন কারিশমা প্রদর্শনের ক্ষমতা রাখে ? রাসুল পাক (সা.) সম্পর্কে আমি দেশ বিদেশে হিন্দু, বৌদ্ব ও খ্রীস্টান সম্প্রদায়ের অনেক পন্ডিতের সাথে আলাপ করেছি । তারা সবাই একবাক্যে কৃতজ্ঞতা, সন্মান ও আদবের সাথে রাসুল পাক (সা.) এর অস্বিত্ব ও আগমনকে স্বীকার করে বলেন , সকল ধর্মগ্রন্থে রাসুল পাক (সা.) অস্তিত্ব এবং দুনিয়াতে আগমনের নির্দেশনা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে । এ বিষয়ে কারো দ্বিমত নেই ।

 

দূর্ভাগ্য যে , দুনিয়াতে মানুষ নামধারী কিছু অভিশপ্ত প্রাণী রাসুল পাক (সা.) কে নিয়ে কটুক্তি, কাটূন তৈরী কিংবা চরম বিরোধিতা করে আসছে । এক কথায় সারা জগতবাসীও রাসুল পাক (সা.) এর বিরোধিতা করলে তাতে কিছু আসে যায়না । কারন রাসুল পাক (সা.) এর ইজ্জত, মর্যাদা ও সন্মান একমাত্র মহান আল্লাহ তা’আলা নিশ্চিত করেছেন । দুনিয়াতে যারা রাসুল পাক (সা.) ইজ্জত, সন্মান ও সর্বোচ্চ মর্যাদা প্রদান করবে – কাল হাশরের ময়দানে রাসুল পাক (সা.) তার জন্য সাক্ষ্য প্রদান করবে । গর্বের সাথে বলছি , ” মহান আল্লাহ পাক যাকে ক্ষমা করবেন না – তাকে রাসুল পাক (সা.)ও ক্ষমা করবেন না এবং রাসুল পাক (সা.) যাকে ক্ষমা করবেন না তাকে আল্লাহ পাকও ক্ষমা করবেন না “ । এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য । অতএব, রাসুল পাক (সা.) কে উচ্চ মর্যদাপূর্ণ সন্মান প্রদর্শন এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরনের মাধ্যমে ইহকাল ও পরকালে স্ব:স্থি ও  অশেষ নেয়ামত হাসিল করা যাবে ।

আমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *