দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল : মৃত্যু ২০৬

প্রতিবেদক :
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে গত দুই মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৯৪১ টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০৬ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৯১ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি। সরকারি হিসেব অনুযায়ী সব মিলিয়ে হাসপাতালে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২ হাজার ১০১ জন।

ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে। এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার হাসপাতালগুলো।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৯০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
– বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *