ফেনী প্রতিনিধি :
ফেনীতে শ্রমিকরা ক্ষুধার্থ শ্রমিকদের ত্রান প্রদান, হোটেল ও করাতকল শ্রমিক সহ প্রাতিষ্ঠানিক শ্রমিকদের অবরুদ্ধ থাকা অবস্থায় বেতন প্রদান ও কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষার দাবীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ফেনী জেলা শাখার উদ্যোগে ৭ মে ফেনীর জেলা প্রশাসককে – এক স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্ধ বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রমিকগণ কর্মহীন হয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় মেয়র, চেয়ারম্যান ও মেম্বারদের নিকট ক্ষুধার্থ শ্রমিকদের তালিকা প্রদান করা হলেও এখনও শ্রমিকরা ত্রান পায়নাই। করাতকল মালিক ও হোটেল মালিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের লকডাউনে বেতন প্রদান করছেন না। ফেনী জেলায় প্রতিষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক লক্ষাধিক শ্রমিকের মধ্যে এখনও ১০ সহস্রাধিক শ্রমিক ত্রান সুবিধা থেকে বঞ্চিত। স্মারকলিপিতে ক্ষুধার্থ শ্রমিকদের তালিকা করে ত্রান প্রদানের দাবী করেন। জেলা প্রশাসক নেতৃবৃন্দ থেকে স্মারকলিপি গ্রহন করে ব্যবস্থা নিবেন বলে শ্রমিকদের আশ্বস দেন।
স্মারকলিপি প্রদান পর জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গনে স্কপ ফেনীর ভারপ্রাপ্ত সভাপতি মীর ইদ্রিসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত
পথসভা অনুষ্ঠিত হয়। স্কপ ফেনীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মতিনের সঞ্চমনয় উক্ত সভায় শ্রমিকদের ত্রান প্রদানের দাবী জানিয়ে বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগ ফেনীর সাধারণ সম্পাদক জালাল হাজারী, ফেনী জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক, এডভোকেট খোরশেদ আলম খোন্দকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ফেনী জেলা আহ্ধসঢ়;বায়ক মালেক মনসুর সি.এন.জি
শ্রমিক নেতা মাক্কু মিয়া, নির্মান শ্রমিক নেতা জসিম উদ্দিন, টমটম শ্রমিক ইউনিয়ানের সভাপতি ও শ্রমিক কর্মচারী ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক আক্রামুজমান পাটোয়ারী, শ্রমিকনেতা নাছির উদ্দিন ও মোঃ লিটন প্রমূখ। সভায় বক্তারা বলেন-
ফেণীতে বহিরাগত ৫ লক্ষাধিক লোক অস্থায়ীভাবে বসবাস করে।
ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক শ্রমিক চাকুরীরত। করোনা ভাইরাস মহামারীতে শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন
করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী সকলে ত্রান পাওয়ার কথা থাকলে ও জন প্রতিনিধিরা ভোটার আইডি কার্ডের অজুহাতে
বহিরাগত শ্রমিকদের ত্রান দিচ্ছে না। এতে অসহায় শ্রমিকরা ক্ষুদার জ্বালায় মানবেতর জীবন যাপন করছে। বক্তরা সকল শ্রমিকদের ভোটার আইডি নয় শুধুমাত্র আইডি কার্ড নিয়া ত্রান দেয়ার দাবী জানান।