গত ২০ এপ্রিল সোনাগাজীর প্রথম করোনারোগি সনাক্ত হয় সোনাগাজীর আবছার উদ্দিন সোহাগ নামের এক স্বাস্থ্যকর্মী। পরদিন তাকে ফেনীর ট্রমা সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহষ্পতিবার ভোরে তার ব্যাবহৃত ফেসবুকে সে একটি স্ট্যটাস দেয় যা নিম্মে হুবহু দেয়া হল :
আসসালামু আলাইকুম।
সবাইকে অনেক ধন্যবাদ সবাই মোটামুটি আমার খোঁজখবর নিচ্ছেন দোয়া করতেছেন আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করবেন।
আমাদের সোনাগাজীতে অনেক কোভিড-১৯ পজিটিভ থাকতে পারে তো আমি সবার উদ্দেশ্যে বলব,যে যার যার বাড়িতে অবস্থান করুন প্রয়োজনে সবাই যার যার বাড়িতে কোয়ারেন্টাইন থাকেন। সকলে সকলের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে কোয়ারেন্টাইন থাকেন। যেকোনো ভাবে যেকোনো প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। আর যার যার সন্দেহ থাকে তারা অবশ্যই সোনাগাজী সরকারি হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাবেন। আপনারা পরীক্ষা নিয়ে নিজেকে লুকিয়ে রাখবেন না।
যদি আপনার কোভিড-১৯ পজেটিভ হয়, তাহলে কোন ভয় পাবেন না। কারণ প্রথম অবস্থায় ধরা পড়লে চিকিৎসা এবং কি কোয়ারেন্টাইনে থেকে আপনি সুস্থ হতে পারবেন। আর পরিবারের সকলকে বলবেন বেশি বেশি করে গরম পানি দিয়ে গড় গড় করতে এবং আদা লং দারচিনি লেবু এগুলো গরম পানির সাথে মিশিয়ে খাবেন। যত বেশি খাবেন ততই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর যাবতীয় ব্যায়ামগুলো করবেন। আপনার শরীরের যেকোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন।
আমি প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শ নিচ্ছি এবং গরম পানি দিয়ে গড়গড়া আর গরম পানির সাথে আদা লেবু দারচিনি লং মিশিয়ে প্রতি এক ঘন্টা পর পর খাচ্ছি। আর আমি মনোবল রাখতেছি। আল্লাহর রহমতে আমার শরীর সুস্থ আছে। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার যেন পরবর্তী পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হয়ে যায় সেই দোয়া করবেন। আল্লাহ আমাদের সোনাগাজী সকল মানুষকে এবং বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষকে কোভিড-১৯ থেকে হেফাজত করুন।। সবাইকে আবারো বেশি বেশি করে বলতেছি আপনারা যে যার যার বাড়িতে অবস্থান করুন কোনোক্রমে ১৪ দিন ঘর থেকে বের হবেন না।
আমি ধন্যবাদ জানাচ্ছি সিভিল সার্জন ডা. সাজ্জদ হোসেন স্যার ও সোনাগাজী স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস স্যারকে উনারা আমার অনেক খোঁজ খবর নিচ্ছেন।
আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৌর মেয়র এবং কমিশনাকে প্রতিনিয়ত তারা আমার এবং আমার ফ্যামিলির সকল খোঁজখবর নিচ্ছেন।
আল্লাহ সবাইকে সুস্থ ও হেফাজত রাখুন।।। আমিন।
