যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরে ৪, ৬৯৫ জন করোনায় আক্রান্ত | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পেন্টাগনের ২ হাজার ৮৮৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিশ্বে ২১০টির বেশি দেশে আঘাত হেনেছে করোনাভাইরাস। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউইয়র্কে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি কয়েকমাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতামূলক ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ২১০ জনের। এরমধ্যে মারা গেছেন ৩৪ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৮৪৪ জন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *