ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ােজন ও ফেনী জেলা ফুটবল এসাসিয়েশনের ব্যবস্থাপনায় অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৮ মার্চ শনিবার ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায়
কক্সবাজার জেলা দলকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল (২-১) গােলে জয়লাভ করে।
ফেনী জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। বিশষ অতিথি ছিলেন ¯স্থানীয় সরকার বিভাগের যুগ্ন-সচিব মাে. আবদুল খালেক, আই এম ই ডি বিভাগের যুগ্ন-সচিব মাে. মাহমুদুল হক, ফেনী জেলা প্রশাসক ও জলা ক্রীড়া সংস্থার সভাপতি মাে. আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাে. মনিরুজ্জমান মনির, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম