রামগড়ে বাস শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন

রামগড়  (খাগড়াছড়ি) প্রতিনিধি :

করোনার ভাইরাসের প্রভাবে রামগড়ে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ করেছেন ইউএনও আ,ন,ম বদরোদ্দোজা, এ সময় আরও উপস্থিত ছিলো রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ সমছুজ্জামান,

আজ বৃহস্পতিবার  (৯এপ্রিল) দুপুর ১১টায় বাস ষ্ট্যান্ডস্থ  বাস শ্রমিক অফিসের সামনে  ৩০০ জন  শ্রমিক কে ১০কেজি হারে  চাউল ত্রাণ হিসেবে  দেয়া হয়।

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় রামগড় উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের সদস্য দের  ত্রাণ  দেয়ায় রামগড়ের ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসককে  ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে গতকাল ৬০ জন শ্রমিককে একই হারে ত্রান দেয়া হয়েছিল,  গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে রামগড়ের  ইউএনও এই প্রতিবেদক জনান দাপে দপে সকল পরিবহন শ্রমিকরা  ত্রান পাবে  এবং কৃষরাও সবজি যেন নিরাপদে  বিক্রয় করতে পার, তার জন্য জেলা প্রশাসকের  পরামর্শ ক্রমে ব্যবস্থা  নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *