চাল বিতরণে অনিয়মের ঘটনায় চেয়ারম্যান আটক

বরগুনা ,

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের ঘটনায় চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। এসময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন।

ডিবির ওসি হারুন অর রশিদ হাওলাদার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের ভিত্তিতে সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পেয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণ ব্যাপকভাবে অনিয়ম করেছে। তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে। বাকি সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *