করোনা ভাইরাস প্রতিরোধে সেনা মোতায়েন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি :

গত শুক্রবার লন্ডনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্যের সভাপতি এডভোকেট টি , এম জানে আলম(বুলবুল) ও সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী,বর্তমান বিশ্বে করোনা ভাইরাস এর দূর্বিসহ পরিস্থিতিতে সংগঠনের করনীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে এক জরুরী টেলি কনফারেন্সের আহবান করেন। যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন্নবী এর যৌথ পরিচালনায় টেলি কনফারেন্স শুরু হয়।

উক্ত টেলি কনফারেন্স,সংগঠনের সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম বলেন,দেশ ও জাতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস প্রতিরোধ মুলক পদক্ষেপ লকডাউন ও সেনাবাহীনি মোতায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।বিনামূল্যে সেনাবাহিনীর মাধ্যমে দেশের দরিদ্রদে মধ্যে চাল বিতরনের অনুরোধ জানান।

* সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী বলেন, করোনা ভাইরাসে যুক্তরাজ্য ও বাংলাদেশ  সহ সমস্ত পৃথিবী  আজ ভয়াবহ পরিস্তিতির সম্মূখীন। বাংলাদেশের দারিদ্র মানুষের সাহায্যে সরকার,বিরোধী দল ও জন প্রতিনিধি(এমপি)

এবং সমাজের বৃত্তশালী নিজ এলাকার গরীব মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

* উপদেষ্টা আতিয়ার রাসূল কিটোন বলেন , বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষপ  প্রশংসার দাবী রাখে।সেই  সাথে করোনা সংক্রান্ত সরকার কর্তৃক  প্রদত্ত সকল প্রকার নির্দেশনা মেনে চলার জন্যে দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানান ।

* সহ সভাপতি আসমা আলম বলেন,দেশের গরীব মানুষের জন্যে সরকারকে সেনাবাহিনীর মাধ্যমে বিনামূল্যে চাল,ডাল বিতরন করার আহবান করেন।

* সহ সভাপতি জহিরুল ইসলাম বলেন,আর দেরি নয় মানবতার সেবায় দেশের সর্বস্তরের বৃত্তশালীদের এগিয়ে আসতে আহবান করেন।

* সহ সভাপতি সৈয়দ অবু নাসের বলেন,সরকার বিরোধী দল ও সর্ব স্তরের পেশাজীবিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।

* সহ সভাপতি গোলাম ফারুক বলেন,করোনা ভাইরাস প্রতিরোধ মুলক কাজে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।

* যুগ্ম সাধারন সম্পাদক বাবুল খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

* যুগ্ম সাধারন সম্পাদক ডা:মাসুম বিল্লা বলেন, করোনা ভাইরাস রোগমুক্ত ও প্রতিরোধে মুলক দায়িত্ব পালনে দেশের ডাক্তার ও নার্সদের আর দায়িত্বশীল ভূমিকা  রাখতে আহবান জানান।

* যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন বলেন, আমরা এতই স্বার্থপর যে রাস্তায় পড়ে থাকা দরিদ্র মানুষটিকে সাহায্য করি না !প্রিয় বন্ধুগণ ! আজ আমরা এতটাই অসহায় যে আমাদের অর্থ আছে কিন্তু করোনাভাইরাস এর কোনও সঠিক ঔষধ এর নাম আজও জানা নাই l তাহলে এই অর্থ দিয়ে আমাদের লাভ কি আজ সময় বলছে,শুধু নিজে সতর্ক থাকলে হবেনা অন্যজনকে সতর্কতায় রাখতে হবে।

* সাংগঠনিক সম্পাদক কামরুজামান দুলাল বলেন,প্রত্যেক এলাকায় দারিদ্র মানুষদের মাধ্যমে  বিনামূল্যে চাল বিতরন করতে সংসদ সদস্যদের প্রতি আহবান জানান।

*সাংগঠনিক সম্পাদিকা মিসেস বেবী বলেন, সংগঠনের পক্ষথেকে দেশের গরীব দু:খী মানুষের জন্য করতে হবে।

* সাংস্কৃতিক সম্পাদক হীরা কাঞ্চন হিরক বলেন, মানুষ মানুষের জন্যে,দু:খী মানুষের সাহায্যে সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসতে আহবান জানান।

* তথ্য ও প্রযুক্তি বি:সম্পাদক নুরুননবী বলেন,তথ্য প্রযুক্তির এ যুগে সামাজিক সচেতনতায় প্রযুক্তিকে সর্বস্তরে ব্যবহারে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ  জানান।

* কোষাধক্ষ মো: শাজাহান বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ও দেশের জনগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান।

এছাড়া আরো আনেক নেতৃবৃন্দ টেলি কনফারেন্সে যোগ দেন।

২৬শে মার্চ স্বাধীনতা  দিবসের তাৎপর্য তুলে ধরে সকলেই বক্তব্য রাখেন।করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাংগঠনিক কার্যক্রম সীমিত রাখার পক্ষে সকলেই মত প্রকাশ করেন।সর্ব শেষে  বিশ্ব মানব জাতির শান্তি ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে সভা সমাপ্ত হয়।

 

বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *