বাংলারদর্পন :
ফেনী সদর থানার ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি মোরশেদা আক্তার মিয়াজী। এ ঘটনায় রোববার (২২ মার্চ ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন ওই নেত্রী।
অভিযোগ সূত্র জানায়, মহিলা শ্রমিক লীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে গেলে সেখানে সাংসদ নিজাম উদ্দিন হাজারী বাধা দেয়। পরে ওই নেত্রীর বাসায় লোক পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে সদর থানার ওসি আলমগীর হোসেন অভিযোগ না নিয়ে ভুক্তভোগী নেত্রী মোরশেদা আক্তার মিয়াজীর সঙ্গে খারাপ আচরণ করেন। উল্টো তাকে হুমকি দেন।
এ ব্যাপারে ভুক্তভোগী নেত্রী মোরশেদা আক্তার মিয়াজী বলেন, সাংসদ নিজাম হাজারীর সংগঠন বহির্ভুত আদেশ না মানায় আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে । বাসায় গুন্ডা পাঠিয়ে ফেনীস্থ বাসা ছাড়ার জন্য বলেছে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ বলেন, মোশের্দা আক্তার যখন অভিযোগ করতে থানায় এসেছেন আমি তার অভিযোগ গ্রহণ করে ইন্সপেক্টর সুজিতকে দিয়েছি তদন্ত করতে। তদন্তের পর অপরাধির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এখন যদি ওই নারী নেত্রী আমার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন সেটাও আইনি প্রক্রিয়ায় হবে। বাংলারদর্পন।