চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই শাহ্ কামাল আকন্দ

 

 

তানভীর আলম :

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সেরা এসআই হিসেবে সন্মাননা ক্রেস্ট লাভ করেছেন। সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ওমাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটনের মাধ্যমে অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে তাকে এ সন্মানা ক্রেস্টপ্রদান করা হয় ।শনিবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সন্মাননা ক্রেস্ট প্রদান তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম।  জানা যায়, এসআই শাহ কামাল আকন্দ জেলা গোয়েন্দা বিভাগে যোগদানের পর থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, মাদক উদ্ধার ও অনেক ক্লুলেস মামলাররহস্য উৎঘাটন করতে সক্ষম হন। ২০১৬ সালে ওই পুলিশ কর্মকর্তার এসব সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাকে পিপিএম পদক দেয়া হয়।এ বিষয়ে এসআই শাহ কামাল আকন্দ বলেন, কুমিল্লার বর্তমান পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরআলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য জেলার অপরাধ দমনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *