নিজস্ব প্রতিবেদকঃ
চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশির মুত্যুর হয়েছে। এছাড়া আরও চারজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ (১৮মার্চ) বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা।
নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ বলে তিনি জানিয়েছেন।
বাংলারদর্পন।