প্রেস বিজ্ঞপ্তি :
১৭ই মার্চ মঙ্গল বার পূর্ব লন্ডনের একটি হলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য কর্তৃক ‘মুজিব জন্মশতবার্ষিকী’পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট টি.এম. জানে আলম (বুলবুল), সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন।
অনুষ্ঠান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, শহীদ মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম এবং সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুননবী, যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হাসান এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের ইতিহাস বাঙালী জাতি ও বিশ্বের নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল অনলাইন লাইব্রেরীর’ শুভ উদ্বোধন’এর ঘোষনা দেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে “মুজিব জন্মশতবার্ষিকী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়- সভায় বক্তব্য রাখেন সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম(বুলবুল), সাধারন সম্পাদক জনাব হাসিব আহমেদ চৌধুরী, উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, সহ সভাপতি সৈয়দ জামান নাসের, সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি গোলাম ফারুক,যুগ্ম সাধারন সম্পাদক বাবুল খান, যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হাসান,সাংগঠনিক সম্পাদিকা সবিতা বিশ্বাস বেবি , কোষাদক্ষ মো: শাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক হীরা কাঞ্চন হিরক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন নবী। সম্মানীত সদস্য আহমেদ ইসাহাক আল আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গোলজার হোসেন প্রমুখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন,’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর। বিশ্বের বুকে যত দিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু ততদিন বাঙালিদের অন্তরে চির অম্লান হয়ে থাকবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মর মাগফেরাত কামনা করে, বিশ্ব মানব জাতির জন্য করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বাংলারদর্পন