বাংলারদর্পন :
সাংগঠনিক নীতি আদর্শ, সংগঠন ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন । তারা বলেন মাসুদের বিরুদ্ধে ঢাকা ও নিজ জেলা ফেনীতে জামায়াত -বিএনপির পৃষ্টপোষকতার অভিযোগ রয়েছে।
এদিকে আমিনুর রশিদ চৌধুরী মাসুদ বহিষ্কারের পর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদে এসে সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সংগঠনের সদস্যরা তাকে গণধোলাই দেয়। বুধবার (২৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় গনধোলাই শিকার হয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ থেকে পালিয়ে যান। এসময় তার বিরুদ্ধে পরিষদ সদস্যরা বিএনপি জামায়াতের দালাল বলে শ্লোগান দিতে থাকেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) সভাপতি ড. হাবিবুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এদিকে আজ ২৭ ফেব্রুয়ারী আইইবির নির্বাচন । আমিনুর রশিদ চৌধুরী মাসুদ ঢাকা কেন্দ্রের সভাপতি হিসেবে প্রার্থী হলেও মাঠে তার অবস্থান নেই বলে জানান বিপিপির সভাপতি ড. হাবিবুর রহমান’ । বাংলারদর্পন।