গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন থেকে বাপ্পী চন্দ্র শীল (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার রাত ৮ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বাপ্পী চন্দ্র শীল একই এলাকার জগৎপুর গ্রামের পরিমল চন্দ্র শীলের ছেলে।
সে স্থানীয় উদয় সাধুর হাট (ওদার হাট) বাজারে সেলুনের কাজ করত।