জুলাইয়ের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসানো শেষ হবে

নিউজ ডেস্ক :
আগামী জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসানো শেষ হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুর ৪১টি স্টিল ট্রাসের (স্প্যান) মধ্যে ইতিমধ্যে ২০টি বসানো হয়েছে। বাকি ২১টি স্প্যান চলতি বছরের জুলাইয়ের মধ্যে বসানো হবে।

তিনি জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৭৬ দশমিক ৫ শতাংশ। এরমধ্যে মূল সেতুর কাজের ভৌত অগ্রগতি হয় ৮৫ দশমিক ৫ শতাংশ এবং নদীশাসন কাজের অগ্রগতি ৬৬ শতাংশ।

আগামী ২০২১ সালের জুন মাসে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *