নোয়াখালীতে ওবায়দুল কাদের এর গণসংবর্ধনা উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভা

মো ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : প্রকাশঃ ১৬-১১-২০১৬।
বাংলাদেশের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নোয়াখালীর কৃতি সন্তান ওবায়েদুল কাদের কে ঐতিহাসিক গণসংবর্ধনা বিষয়ে মঙ্গলবার বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলা হল রুমে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এডভোকেট ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোয়াখালী-৪ এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আবুল বাশার, সুবর্ণচর, উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদ সারওয়ার্দী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সলতানা চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা ডা: আব্দুর রব উপজেলা সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রাজীব, চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক আমির খসরু মাহমুদ যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক উল্যাহ, কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোসলে উদ্দিন স্বপন, ২নং চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
চর জুবল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মোঃ সিরাজ, কামরুল ইসলাম, সহ যুবলীগ, আওয়ামীলীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মিবৃন্দ অংশ গ্রহন করেন অনুষ্ঠানে একরামুল চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, ১৯ নভেম্বর বাংলাদেশের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নোয়াখালীর কৃতি সন্তান ওবায়েদুল কাদের কে স্মরণকালে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে নোয়াখালী জিলা স্কুল মাঠে। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষের পথে ওবায়দুল কাদেরের জনসভায় বাংলাদেশের আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে বরণ করে নিবে নোয়াখালী জেলা আওয়ামীলীগ। তিনি দলের সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে সুন্দরভাবে সম্পন্ন করতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *