ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জামশেদ আলম (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন।
>বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।">নিহত জামশেদ আলম উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের দিল আহাম্মদের ছোট ছেলে। জামশেদ লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালাত।
এর আগে বুধবার রাত ৮টার দিকে শুভপুর নতুনবাজারে এ ঘটনা ঘটে।
#000000; line-height: 24px;”>এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ অটোরিকশাচালকরা ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়ক অবরোধ করে রাখেন।– এ সময় তারা বন্ধ করে দেন শুভপুর নতুনবাজারের সব দোকানপাট। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম জানান, বুধবার রাত ৮টার দিকে পাম্প থেকে গ্যাস ভরে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন জামশেদ আলম।
শুভপুর নতুনবাজারে পৌঁছা মাত্র তার ওপর স্থানীয় ফল ব্যবসায়ী ফারুক ও তার সঙ্গীরা জামশেদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জামশেদ।
চেয়ারম্যান আরও জানান, পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।< ;">ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খুনের মোটিভ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযানে মাঠে রয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।