ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সোনাগাজী উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সন্মেলন শুক্রবার সন্ধ্যায় পৌরসভাস্থ কেন্দ্রিয় মন্দিরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, পুজা পরিষদ ফেনী জেলা সভাপতি রাজীব খগেশ দত্ত, সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, উপজেলা আ’লীগ নেতা শেখ মামুন ও নুরুল আবছার ।
সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটিতে সমর দাস সভাপতি- রুপন শর্মা সাধারন সম্পাদক, পৌর পরিষদে বীরেন্দ্র কুমার দাস সভাপতি ও বিদ্যুৎ মহাজন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।