বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে কমিটি পুনর্বহাল

মুহাম্মদ. সফিক খানঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। চারদিকে সাজসাজ রব, পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে হাট-বাজার, পাড়া-মহল্লা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণ চাঞ্চল্য। সব মিলিয়ে এ সম্মেলন ঘিরে বাকেরগঞ্জ উপজেলায় কয়েকদিন থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

২৫ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামলীর সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, মহিলা বিষয়ক সম্পাদিকা আইরিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।

সম্মেলনে বিনা প্রতিদ্বদ্বিতায় উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু সভাপতি ও মেয়র লোকমান হোসেন ডাকুয়া দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *