নিউজ ডেস্কঃ
সাত ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। সম্প্রতি কার্যকর নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে আজ বুধবার ভোর ৭টা থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় একদল পরিবহন শ্রমিক। এতে দুর্ভোগে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীরা।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের কয়েকটি স্থানে পরিবহন শ্রমিকেরা আন্দোলন করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
এরপর পুলিশের উপস্থিতিতে একে একে সবগুলো জায়গা থেকেই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। বেলা দেড়টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম রোডে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।