নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৮ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে ।
জানাযায়, কাস্টস কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ হ্যাংগারে অবস্থানরত আবুধাবি থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG-0228 এর বিমানে গতকাল ৬ ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে বিমানের সীটের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় সেটিং করা ৭৬ টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।