ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম রাপেদ(২৫) নামে আমিরাবাদ ইউনিয়নের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। সে উপজেলার বাদামতলি গ্রামের মৃত ওয়াজি উল্লাহর ছেলে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইফতেখার হোসেন জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ী থেকে সোনাগাজী যাওয়ার পথে সোনাপুর নামক স্থানে অটোরিক্স থেকে পড়ে যায় রাপেদ। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।