রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
রামগড় সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রামগড় এর আয়োজনে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে প্রভাষক সোহেল চৌধুরীর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. নুরুল নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল মো. জয়নুল আবেদীন, শিক্ষক সমিতির সম্পাদক জোহরা ফারজানা, দুপ্রকের উপজেলা সভাপতি মো. শাহআলম।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী মেহেরিন আফরিন মিতু, প্রিয়া রায় ও নাছরিন আক্তারের কাছে পুরস্কার তুলে দেন অতিথিরা। সভায় রামগড় সরকারী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও দুপ্রকের সাধারন সম্পাদক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, সদস্য রতন বৈষ্ণব ত্রিপুরা উপস্থিত ছিলেন।